Image Description

দৈত্য পাহাড়ের ক্ষুদে মানুষ

৳120
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0093-5
Edition 1st
Pages 96

কর্ণফুলী নদীতে বাঁধ হওয়ার আগে রাঙ্গামাটি কেমন ছিল? এক কথায় অপূর্ব। বর্ষাকালে একটানা পাঁচ-ছয় দিন বৃষ্টি চলছে তো চলছেই। সূর্য ওঠার আর সুযোগ পায় না। পাহাড়ের ওপর অজস্র সুতোর মতো বৃষ্টি ঝুলে থাকত। আকাশ যেন বৃষ্টির রুপোর সুতো দিয়ে পৃথিবীকে টেনে তুলছে। যেন বৃষ্টির বাড়ির ভিতরে পৃথিবী; ফুলে ওঠা বৃষ্টির বাড়িতে ভিজতে ভিজতে অলস আয়েসে সে যেন ঘুমুচ্ছে। সেখানে একটি ছোট পাহাড়ে থাকত পাঁচ আঙুলে ক্ষুদে মানুষ। ওদের জন্ম ইতিহাস খুব প্রাচীন। প্রাচীনকালে এশিয়া মহাদেশে হিমালয়ের উত্তরে ওদের পূর্বপুরুষ দেবতারা বাস করত। তাদের রাজার নাম ছিল খুর। ছোট হলেও তার ক্ষমতা ছিল অসীম। জাপান, আমেরিকা, দক্ষিণ এশিয়ায়- সর্বত্র ওরা আছে, কিন্তু সংখ্যায় কম। রাঙ্গামাটির রিজার্ভ বনের দৈত্য পাহাড়ে ওদের সঙ্গে আমার দেখা। লেটুস, চন্দন, গর্জন, বকুলমালার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল। গাছ, ফুল, লতাপাতার নামে ওদের নাম হয়। মাটির নিচে ওদের রাজত্ব। ওরা বিদ্যুতের ব্যবহার জানে। ছুটতে পারে দ্রুত- চোখের পলকে। নিজেদের সম্পর্কে খুব সচেতন। অসাধারণ সৌন্দর্য চেতনা। ভালোবাসা দিয়ে গড়ে তুলতে চায় পৃথিবীকে। মানুষকে সৎশিক্ষা দিতে চায়। প্রত্যেক পূর্ণিমায় ওদের উৎসব হয়। সেই ক্ষুদে মানুষের অসামান্য কাহিনী এটি। মন দিয়ে, চোখ খুলে পড়ার আর হৃদয়ের অনুভূতিতে সঞ্চারিত হওয়ার মতো বই। বাংলা সাহিত্যে রাঙ্গামাটির পটভূমিতে এই প্রথম সাহসিক উপন্যাস।

Bipradash Barua / বিপ্রদাশ বড়ুয়া

বিপ্রদাশ বড়ুয়া, জন্ম ২ আশ্বিন ১৮৬২ শকাব্দ (২০ সেপ্টেম্বর ১৯৪০) চট্টগ্রামের ইছামতী গ্রামে। পড়াশুনা চট্টগ্রাম, রাঙামাটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গল্প, উপন্যাস, প্রকৃতি ও বিচিত্র বিষয়ে লেখেন। পাখি, সমুদ্র ও বৃক্ষ, বনমর্মরভূমি, ভ্রমণ, গবেষণা-বিশাল লেখার ভুবন। বাংলাদেশের আনাচ-কানাচ উঠে আসে দৈনিক পত্রিকার কলামে। রাতের রেলগাড়িতে ছায়াপথে ভ্রমণ এই বিষয়ে প্রথম পদক্ষেপ বিশ্বব্রহ্মাণ্ডের বিশাল রাজ্যে প্রবেশের ছোট্ট জানালা। সেই থেকে শুরু। তার ফসল দৈনিক পত্রিকার সহজ-সরল লেখাগুলো। প্রকৃতির বিচিত্র বিষয় নিয়ে এক ডজনের বেশি বই প্রকাশিত হয়েছে। গাছপালা, তরুলতা ও বৃক্ষ ও নিসর্গ, নিসর্গের খোঁজে, প্রকৃতিও প্রতিশোধপরায়ণ, বিপন্ন বাংলাদেশ ও বন্ধু বৃক্ষ প্রভৃতি গ্রন্থে তাঁর মনোভঙ্গি ধরা পড়ে। এসব লেখায় ছড়িয়ে আছে আকাশ ও নক্ষত্রপ্রীতি। ১৯৯১-তে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৪১১ সনে বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার লাভ। তাঁর তিনটি বই অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার লাভ করে। পেয়েছেন রেডি টুডে প্রবর্তিত প্রথম গ্রিন এওয়ার্ড ২০১০।