
কাকতাড়ুয়ার হাসি
৳150
অঘ্রানের সন্ধ্যাবেলা ছেঁড়াফাটা কাপড়ে সাজানো হাসিখুশি এক কাকতাড়–য়ার দেখা পেল টুকু। তার প্রশ্নের উত্তর আসছে আর কেউ নয়Ñ ঐ কাকতাড়–য়ার কাছ থেকেই। আর তারপর ছেঁড়াফাটা পোশাকের ভেতর থেকে লাফিয়ে নামল কিশোর কাকতাড়–য়া হাসিখুশি নিশিম্বুরা। আমরা তাকে নিশি নামে চিনি। ঘটতে থাকল একের পর এক রোমাঞ্চকর ঘটনা। বদমাশের দল পিছু নিল টুকু-নিশির। এই ধরে কী সেই ধরে! তাড়া খেয়ে টুকু-নিশি ঢুকল বদমাশদের নতুন শহরে সেখান থেকে নিশিদের আরেক পৃথিবীতে। এ এক অভিনব ভাষায় লেখা রোমাঞ্চকর কাহিনিÑ রহস্য আর আনন্দের আয়োজনে ঠাসা।