Image Description

বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী

৳660
Format Hardcover
Language Bangla
ISBN 978 984 20 0323-3
Edition 1st
Pages 352

অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পবোধের এক অনুপম স্বাক্ষর তাঁর বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী। বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী শুধু বাংলা সাহিত্যে নয়- বিশ্বসাহিত্যেরই এক অনবদ্য ও অবিস্মরণীয় শিল্পকীর্তি। প্রবন্ধগুলোর শিল্পমূল্য অসাধারণ ও অমূল্য। পি’রণ রূপদর্শীর মতো এখানে অবনীন্দ্রনাথ শিল্প ও সাহিত্যের রূপতত্ত্ব ও রসতত্ত্বের বিশ্লেষণ করেছেন। পাঠকের চেতনায় নান্দনিক দৃষ্টিকোণ সৃষ্টির ক্ষেত্রে এ বইয়ের অনন্য ভূমিকার কোনো দ্বিতীয় নিদর্শন আজও পাওয়া যায়নি। শিল্পসাহিত্যের রূপতত্ত্ব ও রসতত্ত্ব সংক্রান্ত জটিল বিষয়ের সহজ ও সরস পরিবেশন ঘটেছে এই অনন্য গ্রন্থটিতে। শিল্পকলার দুরূহ বিষয়ের আলোচনাও রূপময় হয়ে উঠেছে তাঁর ভাষা ও বর্ণনার গুণে। এ গ্রন্থ সম্পর্কে নন্দলাল বসু লিখেছেন : “শিল্পগুরু অবনীন্দ্রনাথের বাগেশ্বরী বক্তৃতামালা রূপকলার আলোচনার ক্ষেত্রে যুগান্তকারী গ্রন্থ, এবং এ যুগে আমাদের মধ্যে রসবোধের উন্মেষসাধনে অতুলনীয় এ বিষয়ে কোন সন্দেহ নেই। বঙ্গসাহিত্যের এটি এক অমূল্য সম্পদ।” বাগেশ্বরী অধ্যাপকরূপে চিত্রকলার উপর অবনীন্দ্রনাথ ঠাকুর যেসব প্রবন্ধ পাঠ করেন সেগুলোই পরে (১৯৪১ সালে) বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী নামে সংকলিত আকারে প্রকাশিত হয়।

Abanindranath Tagore / অবনীন্দ্রনাথ ঠাকুর

অবনীন্দ্রনাথ ঠাকুর (১৮৭১-১৯৫১)। জন্ম জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। পিতা গুণেন্দ্রনাথ ছিলেন আর্ট স্কুলের প্রথম যুগের কৃতী ছাত্র। ঠাকুরবাড়ির প্রথা অনুসারে অবনীন্দ্রনাথ গৃহেই প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের উদ্দেশ্যে কিছুদিন সংস্কৃত কলেজে পড়েন। পারিবারিক শিল্পচর্চার পাশাপাশি তিনি পাশ্চাত্য অঙ্কনপদ্ধতির পাঠ গ্রহণ করেন।

নিজস্ব রীতি ও পথ আবিষ্কারের পর তিনিই নিহ্যাভেল, রদেনস্টাইন, আনন্দকুমারস্বামী, ভগিনী নিবেদিতা প্রমুখের উৎসাহে ভারতীয় শিল্পকলার হারানো ঐতিহ্যের পুনরুদ্ধারে ব্রতী হন। ভারতীয় রীতিতে আঁকা তাঁর প্রথম প্রয়াস কৃষ্ণলীলা বিষয়ক চিত্রাবলি। এই রীতি-অনুসারী শিল্পের তিনি নবজন্মদাতা।

দেশে এবং বিদেশে তাঁর চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । পিতৃব্য রবীন্দ্রনাথের প্রেরণায় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথের আত্মপ্রকাশ কথাশিল্পী-রূপে। তাঁর বহু বিচিত্র ও বিখ্যাত বইগুলির মধ্যে ক্ষীরের পুতুল, বুড়ো আংলা, রাজকাহিনী, ভারত শিল্প, ভারত শিল্পের ষড়ঙ্গ, শিল্পায়ন, নালক প্রভৃতি উল্লেখযোগ্য । অবনীন্দ্রনাথ ঠাকুর ১৯২১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাগেশ্বরী অধ্যাপক নিযুক্ত হন। এবং ১৯৪২ সালে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতীর আচার্যের পদ গ্রহণ করেন ।