
দংশন
সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে যে মরণব্যাধি, মাদকাসক্তি, সেই বিষয় নিয়ে এই উপন্যাস। দংশনে রয়েছে সকমালীন সমাজের অবক্ষয়ের এক মারাত্মক চিত্র। এ এমন এক ভয়াবহ মহামারী যা ছড়িয়ে পড়েছে সমাজের সর্বস্তরে, উপর থেকে নিচে। সব শ্রেণীর আর বয়সের মানুষ এর অসহায় শিকার। মাদকাসক্তির পেছনে কাজ করছে এক শ্রেণীর মানুষের লোভ এবং লালসা। অর্থের বিনিময়ে তারা সমাজকে বিষাক্ত করে বসবাসের অযোগ্য করে তুলতেও ইতস্তত করে না। অর্থগৃধ্নু এই সব মানুষ এক সময় উপলব্ধি করে যে যেখানে তারা দাঁড়িয়ে তারই নির্ভরশীলতা ধ্বংস করে ফেলছে তারা। মাদকাসক্তির যারা শিকার তারা একঘেয়েমিতে ভোগে, অথবা চায় দুঃখ-কষ্টের জীবন থেকে সাময়িক উত্তেজনার ভিতর পরিত্রান পেতে। দেহ এবং মনকে বিনষ্ট করে নানা শ্রেণীর, নানা বয়সের এই সব মানুষ ধ্বংসের পথে এগিয়ে যায় অবধারিতভাবে। এদেরকে কীভাবে রক্ষা করা যেতে পারে এই প্রশ্ন তুলেছে দংশন উপন্যাস। দংশনের ভয়াবহতা সম্বন্ধে সচেতন করার জন্য এই কাহিনী।