এক এগারো, অন্য জীবন
এই বইতে সংকলিত দুটি উপন্যাসই মূলত রাজনৈতিক। রাজনীতির অনুষঙ্গ হিসেবে এসেছে সামাজিক এবং অর্থনৈতিক জীবনের চালচিত্র। প্রথম উপন্যাস এক এগারো সময়সীমা স্বল্পপরিধির, ২০০৬ ডিসেম্বর থেকে ২০০৮’র ডিসেম্বর পর্যন্ত। রাজনৈতিক সহিংসতা এবং অরাজকতায় বিপন্ন জাতির রক্ষায় ঘোষিত হয়েছিল জরুরি অবস্থা। সেই সময়ের শাসকদের প্রতিশ্রুতি ছিল রাজনীতিকে দূষণমুক্ত করে সুস্থ গণতন্ত্রের যাত্রা নিশ্চিত এবং এর জন্য দুর্নীতিসহ অন্যান্য প্রতিবন্ধকতা দূর করা। উপন্যাসে এই দুই বছরের পরিণতিতে বাংলাদেশের রাজনীতি ও সমাজে কী পরিবর্তন এসেছিল তার ওপর সংক্ষিপ্ত আলোকপাত করা হয়েছে। দ্বিতীয় উপন্যাস অন্যজীবন-এর ক্যানভাস অনেক বড়, ১৯৬৫ থেকে ২০০৬ সালের ডিসেম্বর যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়। উপন্যাসটি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে শরু করে সাম্প্রতিককালের রাজনীতি, অর্থনীতি ও সমাজের বাস্তবতার বীক্ষণ। প্রথম উপন্যাসের সঙ্গে তাই এ উপন্যাসের মিল রয়েছে, একটি অন্যটির সম্পূরক। লেখকের নির্মোহ দৃষ্টিভঙ্গি এবং ঘটানার বলিষ্ঠ বিশ্লেষণ উপন্যাস দুটি বাংলাদেশের ইতিহাসের সৃজনশীল ব্যাখ্যা। পাঠককে উপন্যাস দুটি দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজ নিয়ে চিন্তা করতে উদ্বুদ্ধ করবে।