Image Description

এক এগারো, অন্য জীবন

৳180
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0187-1
Edition 1st
Pages 120

এই বইতে সংকলিত দুটি উপন্যাসই মূলত রাজনৈতিক। রাজনীতির অনুষঙ্গ হিসেবে এসেছে সামাজিক এবং অর্থনৈতিক জীবনের চালচিত্র। প্রথম উপন্যাস এক এগারো সময়সীমা স্বল্পপরিধির, ২০০৬ ডিসেম্বর থেকে ২০০৮’র ডিসেম্বর পর্যন্ত। রাজনৈতিক সহিংসতা এবং অরাজকতায় বিপন্ন জাতির রক্ষায় ঘোষিত হয়েছিল জরুরি অবস্থা। সেই সময়ের শাসকদের প্রতিশ্রুতি ছিল রাজনীতিকে দূষণমুক্ত করে সুস্থ গণতন্ত্রের যাত্রা নিশ্চিত এবং এর জন্য দুর্নীতিসহ অন্যান্য প্রতিবন্ধকতা দূর করা। উপন্যাসে এই দুই বছরের পরিণতিতে বাংলাদেশের রাজনীতি ও সমাজে কী পরিবর্তন এসেছিল তার ওপর সংক্ষিপ্ত আলোকপাত করা হয়েছে। দ্বিতীয় উপন্যাস অন্যজীবন-এর ক্যানভাস অনেক বড়, ১৯৬৫ থেকে ২০০৬ সালের ডিসেম্বর যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়। উপন্যাসটি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে শরু করে সাম্প্রতিককালের রাজনীতি, অর্থনীতি ও সমাজের বাস্তবতার বীক্ষণ। প্রথম উপন্যাসের সঙ্গে তাই এ উপন্যাসের মিল রয়েছে, একটি অন্যটির সম্পূরক। লেখকের নির্মোহ দৃষ্টিভঙ্গি এবং ঘটানার বলিষ্ঠ বিশ্লেষণ উপন্যাস দুটি বাংলাদেশের ইতিহাসের সৃজনশীল ব্যাখ্যা। পাঠককে উপন্যাস দুটি দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজ নিয়ে চিন্তা করতে উদ্বুদ্ধ করবে।

Hasnat Abdul Hye / হাসনাত আবদুল হাই

হাসনাত আবদুল হাই, জন্ম ১৯৩৯। অর্থনীতিতে উচ্চ শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স ও কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে। এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে শিক্ষকতা। ১৯৬৫ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে যোগদান। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকারের সচিব পদ থেকে অবসর গ্রহণ। ছাত্রজীবন থেকেই সাহিত্য-চর্চা শুরু। প্রথম ছোটগল্প প্রকাশিত হয় ১৯৫৮ সালে। ছোটগল্প, উপন্যাস, ভ্রমণ এবং প্রবন্ধ এই সব বিভিন্ন শাখায় লিখিত ষাটটির অধিক বই প্রকাশ। ছোটগল্পের জন্য ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ। সাহিত্যে অবদানের জন্য ১৯৯৪-৯৫ সালে একুশে পদক লাভ। studied Economics at Dhaka University, the University of Washington and London School of Economics and Development Studies at Cambridge University. After teaching Economics at Dhaka University he joined civil service and served in various capacities including that of Secretary to the Government of Bangladesh. He was a Research Fellow at Queen Elizabeth House, Oxford (1989) and a Visiting Fellow at the Centre for South Asian Studies, Kyoto University (1994-1995). Hasnat Abdul Hye is a leading writer of fiction and travel books in Bangladesh. He was awarded Bangla Academy Prize for short story. He received the national award ?Ekushey Padak? for his contribution to literature. His novel ?Sultan? was nominated for the Irish ?Impac Award? in 1997 Hasnat Abdul Hye was born in Calcutta in 1939. His ancestral home is in Brahmanbaria, Bangladesh.