Image Description

অবেলায় অসময়

৳100
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0297-7
Edition 1st
Pages 72

আজ ছ’দিন। গোলাবারুদের প্রচণ্ড শব্দে উড়ে গেছে এদেশের সমস্ত পাখি। বসতির ধুলাবালি-কাদায় মানুষের চিহন আছে শুধু, কিন্তু মানুষের নেই কোথাও। তারই পাড়ে পাড়ে দীর্ঘ এক নদীতে, একটাই মাত্র নৌকো সাংঘাতিক সন্তর্পণে, ভয়ে ভয়ে, ছুপছুপ করে এগুচ্ছে-এভাবেই গল্প শুরু হয়েছে আমজাদ হোসেনর অনবদ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবেলায় অসময় । উপন্যাসটি বাংলাদেশের মুক্তযুদ্ধভিত্তিক উপন্যাসের মধ্যে ব্যতিক্রমধর্মী ও গুরুত্বপূর্ণ হিসেবে ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। এই উপন্যাসের মধ্যে দিয়ে আমজাদ হোসেন মুক্তিযুদ্ধের যে চিত্র এঁকেছে তা যেমন জীবন্ত, বাস্তবানুগ , তেমনি মর্মবিদারকও। তাঁর উপন্যাসে বর্ণিত কাসেম সাকিনা, ব্রজরাণী, আলীর মতো প্রতিটি চরিত্র এবং তাদের ঘিরে গড়ে ওঠা ঘটনাগুলো পাঠকের হৃদয়ে গভীর ছাপ ফেলে এবং তাকে নিয়ে যায় মুক্তিযুদ্ধকালিন সেই ভয়াল দিনগুলোতে।

Amjad Hossain / আমজাদ হোসেন

আমজাদ হোসেন (জন্ম :১৯৫৪) বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার, নাট্যকার, গল্পকার ও ঔপন্যাসিক। ১৯৫৮ সালে তাঁর য়ৌবনের প্রথম কবিতা ছাপা হয় পশ্চিমবঙ্গের ‘দেশ’ পত্রিকায়। সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত কৃত্তিবাস পত্রিকায় ছাপা হয় ছোটগল্প ‘স্থিরচিত্র’। ছোটগল্প ও উপন্যাসের অবদানের জন্য পরপর দুইবার অগ্রণী ব্যাঙ্ক পুরস্কার (১৯৯৩-৯৪) এবং বাংলা একাডেমী পুরস্কারে (২০০৪) ভূষিত হোন। এছাড়া তিনি নাটক ও চলচ্চিত্রের জন্য পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কারসহ অসংখ্য দেশি-বিদেশি ( ইউ এস এস আর উইম্যান অ্যাসোসিয়েশন এবং ইউ এস এস আর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সুভেনর পুরস্কারসহ) পুরস্কার। আমজাদ হোসেন ১৯৯৩ সালে একুশে পদকে ভূষিত হোন।