মঞ্চ কলাম : সকলি নাটক ভেল
৳100
মঞ্চকলাম ধারণ করে আছে ১৯৯৩-৯৪ সালের সমসাময়িক ঘটনাবলী। আবার ১৯৯৬। পাক্ষিক ম্যাগাজিন পালাবদল-এর সাংবাদিক কর্মীদের আগ্রহে ও ভালবাসায় এ কলামের জন্ম। আর অ্যাডর্ন-এর আন্তরিকতায় এর গ্রন্থায়ন। এ সংলাপগুলোয় বিভিন্ন চরিত্র এসেছে। এরা কম-বেশি আমাদের চেনা জানা। আসলে সব চরিত্রই কাল্পনিক। ঘটনাগুলো। শুধু তুলে আনতে চেয়েছি সময়ের প্রবণতাগুলো। -আতা সরকার