Image Description

নাটকসংগ্রহ ১

৳500
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0147-5
Edition 1st
Pages 312

সাইমন জাকারিয়ার নির্বাচিত ৮টি নাটক নিয়ে এই সংকলন। সাইমনের নাটক যেমন আধুনিক ও ঐতিহ্যের অনুসারী, একই সঙ্গে তাতে সন্ধান মেলে নতুন দর্শন ও জিজ্ঞাসার। প্রথম নাটক শুরু করি ভূমির নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পৌরাণিক উপস্থাপনা। অপরদিকে দীর্ঘকালের ইতিহাস-চেতনার ফসল চর্যাপদের প্রথম নাট্যাখ্যান বোধিদ্রুম। সকল ধর্মেল প্রতি অপার শ্রদ্ধাবোধে তাড়িত হয়ে তিনি রচনা করেছেন নাটক মহামানবসংহিতা; তুলে ধরেছেন এদেশে ইউরোপীয় ধারার সমাজতান্ত্রিক আদর্শ ব্যর্থ হওয়ার ঐতিহাসিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট; খুঁজেছেন স্বদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ভেরত লুকায়িত সমাজতান্ত্রিক রাজনৈতিক চেতনার সম্ভাবনা। অন্য নাটকসমূহের মধ্যে রয়েছে যুগান্তরো রপালো নাচি, যাতে এদেশের আদিবাসি জনগেযাষ্ঠীর সাথে রাষ্ট্র, সংবিধান ও বাঙালির অন্তর্গত দ্বন্দ্বের কথা প্রকাশিত হয়েছে অত্যন্ত তীর্যকভাবে; সীতার অগ্নিপরীক্ষায় তিনি বাল্মীকি রামায়ণের নবতর ব্যাখ্যা উপস্থাপন করেছেন; বিনোদিনী নাটকে উনবিংশ শতকের এক প্রতিভাময়ী রক্ষিতা নারীর আত্মজীবনীর মঞ্চ উপস্থাপনার সম্ভাবনাকে বাস্তবে রূপদানের পথ করে দিয়েছেন; বিশ্বসাহিত্যর পাঠ ও তার অভিনব ব্যাখায় রচনা করেছেন শেক্সপিয়র অবলম্বনে এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট এবং ফ্রানৎ কাফ্কার মেটামরফসিস অবলম্বনে বিদগ্ধডানার প্রজাপতি। সব মিলিয়ে স্বদেশেচেতনা ও বিশ্বাবীক্ষাকে একত্রে ধারণ করার নিদর্শন প্রত্যক্ষ করা যাবে এই নাটকসংগ্রহে।

Saymon Zakaria / সাইমন জাকারিয়া

সাইমন জাকারিয়া, নাটক রচনায় ভিন্নতর দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেছেন। একই সঙ্গে জাতীয়তাবোধ ও আন্তর্জাতিক চেতনা ধারণ করেছে তার নাটক, একারণে তার নাটক বাংলাদেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিক পরিম-লে সমাদৃত। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগে সাইমন জাকারিয়া-র চারটি নাটক প্রযোজিত হয়েছে। এয়াড়া, আমেরিকা-র দি ইউনিভার্সিটি অব শিকাগো-র সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশন ডিপার্টমেন্টে পড়ানো হয়েছে তার নাটক। সাইমনের রচিত ও মঞ্চস্থ উল্লেখযোগ্য নাট্যপ্রযোজনাÑ মঞ্চনাটকÑ শুরু করি ভূমির নামে, ন নৈরামণি এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট, বিনোদিনী, সীতার অগ্নিপরীক্ষা ইত্যাদি, আবৃত্তিনাটকÑ ন নৈরামণি ও হলুদ পাতার গান; নৃত্যনাট্যÑ ঋতুঅভিযান। নাটক রচনা ও গবেষণার জন্য অর্জন করেছেনÑ সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০১২ (যৌথভাবে), প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার ১৪১৫, কালি ও কলম-এইচএসবিসি তরুণ লেখক পুরস্কার ২০০৮ ও বাংলাদেশ টেলিভিশন দর্শক ফোরাম শ্রেষ্ঠ নাট্যকার পদক ২০০৪। জন্ম : ৩ ডিসেম্বর ১৯৭২ খ্রিষ্টাব্দে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার জুঙ্গলি গ্রামে।