Image Description

গৃহবধূ পিঞ্জরের পাখি

৳60
Format Paperback
Language Bangla
ISBN 984 8193 43-6
Edition 1st
Pages 64

রম্য রচনা বাংলা সাহিত্যের এক উজ্জ্বল দিক। এ রচনা আপনাকে হাসাবে, চিন্তায় ফেলবে, আঘাত করবে আপনার মেধা মননে। আহসান সাইয়েদ পেশায় শিক্ষক, কিন্তু মন ও মননে সাহিত্যিক। আরও ভালো করে বলতে গেলে বলতে হয়, তিনি সার্বক্ষণিক সাহিত্যিক। তাই তিনি এক হাতে গল্প-উপন্যাস লিখেন, আবার অন্য হাতে অনুবাদ করেন বিশ্বসাহিত্যও। এসবই পাঠকের জানা। তবে যা জানা নেই তা হলো আসনা সাইয়েদ রম্যরচনায়ও সিদ্ধহস্ত, গৃহবধূ পিঞ্জরের পাখি বইয়ের গল্পগুলোতে যার প্রমাণ সহজেই পাবেন পাঠক। এখানে ধূমকেতুর সারথী কাজী নজরুলকে নিয়ে যেমন লেখা হয়েছে, তেমনি লেখা হয়েছে ডিশ এন্টেনা নিয়ে, কবি, কাক, কনসার্ট, হরতাল, বিয়ের বাজার, যৌবন, তারুণ্য কিছুই বাদ যায়নি। আধুনিক সাহিত্যরীতি ও চারপাশের জীবনকে একটু অন্য চোখে দেখতে গৃহবধূ পিঞ্জরে পাখি না-কিনলেই নয়।

Ahsan Sayeed / আহসান সাইয়েদ

প্রফেসর আহসান সাইয়েদ (১৯৬৩) বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পিএইচ. ডি. করেছেন ‘বাংলাদেশে হাদীছ চর্চা : উৎপত্তি ও ক্রমবিকাশ’ শিরোনামে অভিসন্দর্ভ রচনা করে। বাংলাদেশে যাঁরা হাদীছ গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করছেন তাঁদের মধ্যে প্রফেসর সাইয়েদ গবেষণা ছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর বিচরণ। মিশরীয় লেখক নোবেল বিজয়ী নাজীব মাহফুজের ছোটগল্প ও সেরা আরব নাট্যকার তওফীক আল-হাকীমের নাটকের বাংলা অনুবাদ গ্রন্থ তাঁকে এনে দিয়েছে বিরল খ্যাতি। এ যাবৎ প্রকাশিত তাঁর গ্রন্থসমূহের মধ্যে রয়েছে : বাংলাদেশে হাদীছ চর্চা : উৎপত্তি ও ক্রমবিকাশ (গবেষণা), হাদীছ সংকলনের ইতিবৃত্ত (গবেষণা), নোবেল বিজয়ী নাজীব মাহফুজের ছোটগল্প (অনুবাদ), তাওফীক আল-হাকীমের নাটক (অনুবাদ), মাঝরাতে বৃষ্টি (গল্পগ্রন্থ), তিতাসের অট্টহাসি (উপন্যাস), গৃহবধূ পিঞ্জরের পাখি (রম্যরচনা), আপোফিসের স্বপ্ন (গল্পগ্রন্থ)।