Image Description

সাহসী মানুষের গল্প : ব্রিটিশ-বিরোধী সংগ্রামী মানুষের লড়াই

৳180
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0073-7
Edition 2nd
Pages 136

শত শত বছর এ জাতি পরাধীন ছিল। সাত সমুদ্র তের নদীর ওপার থেকে এসেছিল ভিনদেশী ভিনভাষী মানুষেরা। তারা এসেই এদেশের সহজ-সরল মানুষগুলোর ওপর দাবড়ে দিল লাল ঘোড়া; তাদের হাতে চাবুক, চোখে-মুখে ঘৃণা। এদেশের কাজল মাটির মানুষেরা সেই ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হয়ে প্রাণ দিল। চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত হতে-হতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আর যারা বেঁচে রইল তারাও লালমুখোদের ঘৃণার আগুনে পুড়তে লাগল অহর্নিশ। তবে এটাই গল্পের শেষ নয়। মুদ্রার উল্টো পিঠও ছিল, যেখানে ছিল একদল সাহসী ও লড়াকু মানুষ। যাঁরা নির্যাতন-নিপীড়ন-মৃত্যুভয় কোনো কিছুরই পরোয়া না-করে বিদেশী মোড়লদের মুখের ওপর বলে দিতে পারত, ‘না!’ তাঁরা লড়াই করেই মরে যেত, কিন্তু মাথা নত করত না। আমাদের সেই সাহসী পূর্বপুরুষদের নিয়ে আতা সরকার লিখেছেন সাহসী মানুষের গল্প।

Ata Sarkar / আতা সরকার

কথাসাহিত্যিক আতা সরকার ১৭ই জুন, ১৯৫২ সালে জামালপুর শহরে জন্মগ্রহণ করেন। কৈশোরে আইয়ুবী কালাকানুনে তাঁর সম্পাদিত ম্যাগাজিন এবং সত্তরের দশকের শেষে তাঁর গল্প প্রকাশের অভিযোগে লিটল ম্যাগাজিন বাজেয়াপ্ত হয়। রাজনৈতিক সচেতনতা-সমৃদ্ধ তাঁর গল্প। সমাজ-অসঙ্গতি, রাজনৈতিক দেউলিয়াপনা ও সমাজপতিদের ভণ্ডামির বিরুদ্ধে তিনি উচ্চকণ্ঠ। আর একই সাথে তিনি বীজ বোনেন এক নতুন স্বপ্ন-বিশ্বের।