ফ্যাসিবাদ অতীত ও বর্তমান : ভারত বাংলাদেশ প্রেক্ষাপট
এক নেতা, এক দল, একটি মাত্র মতাদর্শ ভিত্তিক একচ্ছত্র স্বৈরাচারী শাসনব্যবস্থা। তাতে নাগরিককে বশংবদ রাখতে নিপীড়ন আর হিংস্রতায় দেশ ও জাতিকে ভয়ের চাদরে ঢেকে দেয়া। এ ব্যবস্থায় রাষ্ট্রই সব, সবকিছুই রাষ্ট্রের জন্য, রাষ্ট্র এক সর্বগ্রাসী অস্তিত্ব। ব্যক্তিগত ও মানবিক অধিকার রাষ্ট্রের বেদিমূলে বলি দেওয়া। কর্তৃত্ববাদী তেমন রাষ্ট্র মানুষের জীবনের সকল দিক নিয়ন্ত্রণ করে। তৈরি করে অবাস্তব ‘মিথ’, আর ঐ মিথের পুজা করে। উগ্র জাতীয়তাবাদের জোয়ার তুলে একদিকে নিজের স্তাবকদের নিয়ে অশুভ ঐক্য গড়ে, অন্যদিকে জাতি ও সমাজে তীব্র বিভাজন তৈরি করে। বিভাজনের ওপাশে যারা তাদের শত্রু বলে অভিহিত করে নির্মূলের নিষ্ঠুর খেলায় মাতে। উদারবাদ ও গণতন্ত্র নির্বাসিত হয়। নির্বাচনের মাধ্যমে প্রথমে ক্ষমতায় আসে, এরপর নানা কূটকৌশল ও শক্তিবলে ক্ষমতায় জগদ্দল পাথরের মতো চেপে বসে। এমন রাজনৈতিক ব্যবস্থার নাম ফ্যাসিবাদ। জন্ম ইউরোপে উনবিংশ শতাব্দীতে। সময়ের পরিক্রমায় ভাইরাসের মতো তা সংক্রমিত করেছে বিশ্বের অনেক দেশ ও সমাজকে। এ এক নিষ্ঠুর মতবাদ, ভয়ঙ্কর মনস্তত্ত্ব। এতে রক্ত ঝরে, মানবজীবন বিপর্যস্ত হয়। রক্তের সাগরে ভেসে ফ্যাসিস্টের পতন ঘটে। ফ্যাসিবাদের বিশ্বজনীন সেই আলোচনায় সমৃদ্ধ এই বই ব্যতিক্রমী লেখক সিরাজ উদ্দিন সাথীর অনন্য উপহার। অতীত ও সাম্প্রতিক ইতিহাস নিয়ে সহজ বর্ণনায়, সাবলীল ভাষায়। সকল স্তরের পাঠকের জন্য।