Image Description

ফ্যাসিবাদ অতীত ও বর্তমান : ভারত বাংলাদেশ প্রেক্ষাপট

৳250
Format Paperback
Year 2024
Language Bangla
ISBN 978-984-20-0684-5
Edition First
Pages 108

এক নেতা, এক দল, একটি মাত্র মতাদর্শ ভিত্তিক একচ্ছত্র স্বৈরাচারী শাসনব্যবস্থা। তাতে নাগরিককে বশংবদ রাখতে নিপীড়ন আর হিংস্রতায় দেশ ও জাতিকে ভয়ের চাদরে ঢেকে দেয়া। এ ব্যবস্থায় রাষ্ট্রই সব, সবকিছুই রাষ্ট্রের জন্য, রাষ্ট্র এক সর্বগ্রাসী অস্তিত্ব। ব্যক্তিগত ও মানবিক অধিকার রাষ্ট্রের বেদিমূলে বলি দেওয়া। কর্তৃত্ববাদী তেমন রাষ্ট্র মানুষের জীবনের সকল দিক নিয়ন্ত্রণ করে। তৈরি করে অবাস্তব ‘মিথ’, আর ঐ মিথের পুজা করে। উগ্র জাতীয়তাবাদের জোয়ার তুলে একদিকে নিজের স্তাবকদের নিয়ে অশুভ ঐক্য গড়ে, অন্যদিকে জাতি ও সমাজে তীব্র বিভাজন তৈরি করে। বিভাজনের ওপাশে যারা তাদের শত্রু বলে অভিহিত করে নির্মূলের নিষ্ঠুর খেলায় মাতে। উদারবাদ ও গণতন্ত্র নির্বাসিত হয়। নির্বাচনের মাধ্যমে প্রথমে ক্ষমতায় আসে, এরপর নানা কূটকৌশল ও শক্তিবলে ক্ষমতায় জগদ্দল পাথরের মতো চেপে বসে। এমন রাজনৈতিক ব্যবস্থার নাম ফ্যাসিবাদ। জন্ম ইউরোপে উনবিংশ শতাব্দীতে। সময়ের পরিক্রমায় ভাইরাসের মতো তা সংক্রমিত করেছে বিশ্বের অনেক দেশ ও সমাজকে। এ এক নিষ্ঠুর মতবাদ, ভয়ঙ্কর মনস্তত্ত্ব। এতে রক্ত ঝরে, মানবজীবন বিপর্যস্ত হয়। রক্তের সাগরে ভেসে ফ্যাসিস্টের পতন ঘটে। ফ্যাসিবাদের বিশ্বজনীন সেই আলোচনায় সমৃদ্ধ এই বই ব্যতিক্রমী লেখক সিরাজ উদ্দিন সাথীর অনন্য উপহার। অতীত ও সাম্প্রতিক ইতিহাস নিয়ে সহজ বর্ণনায়, সাবলীল ভাষায়। সকল স্তরের পাঠকের জন্য।

Siraz Uddin Sathi / সিরাজ উদ্দিন সাথী

লেখালেখির শুরু সেই ছাত্রজীবনে। তাঁর লেখা সংবলিত প্রথম প্রকাশিত গ্রন্থ বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য। এর অন্যতম সহ-লেখক তিনি। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্পাদিত এবং গ্রামীণ ব্যাংক কর্তৃক ১৯৮১ সালে প্রকাশিত এই গ্রন্থটি পরে ইংরেজিতে Jorimon and Others of Beltoil Village নামেও প্রকাশিত হয়। ১৯৫৫ সালে তদানীন্তন ঢাকা জেলার (বর্তমান নরসিংদী জেলা) পলাশে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব-কৈশোর কেটেছে শীতলক্ষ্যার পাড়ে বর্তমান পলাশ উপজেলায় এক অপরূপ প্রাকৃতিক নৈসর্গের মাঝে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স)সহ এমএ, এলএলবি এবং যুক্তরাজ্যের ওয়েলস্ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন তিনি। কর্মজীবনের শুরুতে কলেজে অর্থনীতির শিক্ষকতা করেছেন। উকিল হতে চেয়েছিলেন, পরে যোগ দিয়েছেন সিভিল সার্ভিসে। ঘুরেছেন পৃথিবীর অনেক দেশ, দেখেছেন প্রাচীন মানুষের হারিয়ে যাওয়া অনেক সভ্যতা। মানব সভ্যতার এসব আদি নিদর্শনকে ঘিরে মানুষ সম্পর্কে জানতে ও লিখতে তাকে অনুপ্রাণিত করেছে। তাঁর লেখা গ্রন্থসমূহের মধ্যে মুক্তিযুদ্ধে নরসিংদী, দাস প্রথা, দাস বিদ্রোহের কথা, মানুষের পৃথিবী, বাংলার সাহসী মানুষের কথা, সক্রেটিস, পবিত্র মক্কা নগরীর ইতিকথা, The Holy City Makka, কোরআনের কথা ও কাহিনী, পেশোয়ার থেকে কন্যাকুমারী, ইউরোপ ও আমেরিকায় উল্লেখযোগ্য। এই উপন্যাসের মাধ্যমে কথাশিল্পী হিসেবে তাঁর সার্থক আত্মপ্রকাশ। ***** Siraz Uddin Sathi was born in the greater Dhaka district in 1955. He passed his childhood in the excellence of natural beauty at his birthplace Palash on the bank of river Shitalakhya. Since then he bears immense thrust for searching knowledge about the nature and human being. He was educated in the University of Chittagong and the University of Wales in UK. He studied Economics, Transport Economics and Law. He was a lecturer of Economics in colleges in his early life. Later on, he has chosen his career as a civil servant. He continued his search for the knowledge of humankind and nature. By then, he got deeper interest in comparative religious faith.This led him to author this book following his earlier publication on this subject in Bangla. His first publication was Jorimon of Beltoil Village, as a co-author which was edited by his teacher, Noble Laureate Professor Muhammad Yunus. His other books are- Mukti Juddhey Narsingdi (on Liberation War and the events took place at that time in Narsingdi district), Pobitra Makka Nogorir Itikotha (Holy City Makka), Das Protha (World Slavery) and Manusher Prithibi (Human on the Earth) published by Adorn Publication.