Image Description

আমরা জড়ো হবো বকুল তলায়; এক মলাটে তিন কাব্য

৳412 ৳550.00
Format Hardcover
Year 2024
Language Bangla
ISBN 978 984 20 0678-4
Edition First
Pages 216

ফজলে বারীর তিনটি কাব্যগ্রন্থ আমরা জড়ো হবো বকুলতলায়, শিকড় থেকে ছড়াবো সাহস এবং নিষিদ্ধ লিফলেট নিয়েই প্রকাশিত হোল একই মলাটের আবরণে এই বইটি। তিনটি কাব্যগ্রন্থেই উপজীব্য হয়ে উঠেছে মানুষ পৃথিবী ও প্রকৃতির প্রতি তাঁর প্রেম, শাসক শোষকের বিরুদ্ধে বিদ্রোহ, গণমানুষের প্রতি মুক্তির আহ্বান, জীবনের জয়গান। উঠে এসেছে সত্য মিথ্যার কঠিন বাস্তবতার নিরিখে আত্মোপলব্ধি। তাঁর কাব্যের পরতে পরতে ছায়াপাত ঘটেছে মহান মুক্তিযুদ্ধের রক্তাক্ত আলোকছটা।

Fazle Bari / ফজলে বারী

ফজলে বারীর পুরো নাম এম, এ, কে ফজলে বারী। জন্ম বর্তমান নরসিংদী জেলাস্থ জিনারদীর পাঁচবাগ গ্রামে ১৯৫৩ সালের ২৮ শে অক্টোবর। ষাটের দশকের মধ্যভাগে স্কুলের ছাত্র থাকাকালীন ফজলে বারীর সাহিত্যিক অভিযাত্রা। তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায় ছোটদের আসরে নিয়মিত লেখা ছাপা হতো তাঁর। ক্ষুদে লেখক হিসেবে তখন তিনি অনেকের মনোযোগ আকর্ষণ করেছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধের দুই নম্বর সেক্টরের যোদ্ধা ছিলেন তিনি। ফলে তাঁর লেখায় বারবার উঠে এসেছে মুক্তিযুদ্ধ। দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের দুঃখ—কষ্ট তার মনটাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। মুক্তিযুদ্ধ পরবতীর্কালে ফজলে বারী দীর্ঘকাল লেখালেখি থেকে দূরে সরে ছিলেন। সৃজনশীলতার জগতে প্রত্যাবর্তনে তাঁর প্রথম কাব্যগ্রন্থ অচেনা স্বদেশ ১৯৮২ সনে প্রকাশিত হয়। ফেব্রুয়ারী ২০০৫ এ প্রকাশিত দু’টি উপন্যাস আমার দেহের রক্তে এবং আমার আকাশ আমার বসন্ত তাঁর ব্যক্তিগত জীবন অভিজ্ঞতারই নির্যাস। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী। বাংলাদেশ বিমানে উড্ডয়ন প্রকৌশলী হিসেবে দীর্ঘ তিরিশ বছর চাকুরি শেষে অবসর গ্রহণ করেন। বর্তমানে কানাডা প্রবাসী ফজলে বারী নিরন্তর লেখালেখিতে ব্যস্ত। স্ত্রী মুন্না আলিয়া বারী ও দুই সন্তান নিয়ে তাঁর সুখী সংসার।