Image Description

কোরআনে নারী; ইতিহাস, দর্শন ও আধুনিকতা

৳262 ৳350.00
Format Hardcover
Year 2024
Language Bangla
ISBN 978 984 20 0666-1
Edition First
Pages 120

শিল্পসাহিত্যে আকর্ষণ ও আগ্রহের কেন্দ্রে আছে নারী ও নারীচরিত। ধর্ম থেকেও তাই বাদ পড়েনি নারী, তবে সামগ্রিকভাবে সাহিত্যে, সমাজে ও ধর্মে নারীকে তুলনামূলকভাবে এক দুর্বল শ্রেণি হিসেবেই বিবেচনা করে হয়েছে। তার বিপরীতে বৈজ্ঞানিক গবেষণা আজ প্রমাণ করেছে, নারী পুরুষের চেয়ে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই শক্তিশালী। সৃষ্টির শুরুতে নারী ও পুরুষ ছিলো এক ও অভিন্ন সত্তা; পরবর্তীতে সেই একক সত্তা থেকে সমতার ভিত্তিতেই সৃষ্টি হয়েছে নারী ও পুরুষ। নারী আদম বা পুরুষের পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্ট নয়। আর হাওয়া আদমকে গন্ধম ফল খেতে প্ররোচিত করেছিলেন বলে যে মিথ বা কল্পকাহিনি প্রচলিত আছে, সেই অপসত্যের বিপরীত প্রমাণই লেখক কোরআন থেকে এনে হাজির করেছেন কোরআনে নারী: ইতিহাস, দর্শন ও আধুনিকতা বইতে। কোরআনে বর্ণিত নারী চরিত্রগুলোকে লেখক আদি ব্যাখ্যাকারদের প্রচলিত প্রাচীন দৃষ্টিভঙ্গির বিপরীতে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গিতে পাঠকের কাছে তুলে ধরেছেন। এ চরিত্রগুলোর মধ্যে রয়েছেন আদি মাতা হাওয়া, জুলেখা, বিবি হাজেরা, মরিয়ম, রানি বিলকিস, মুসার জননী ও পালক মা, নবি শোয়ায়েবের কন্যা প্রমুখ। পুরুষতান্ত্রিক ব্যাখ্যা থেকে সরে এসে কোরআনের নারী চরিত্রগুলোকে তিনি মানবিক মানুষের প্রতিরূপ হিসেবে মূল্যায়ন করেছেন। এই বইয়ের পাঠক শুধু নারীই নন, প্রতিটি পুরুষও এর অবশ্যম্ভাবী পাঠক। এ বই পাঠে তিনি কখনো লজ্জিত হবেন, কখনো উজ্জীবিত হবেন। আবার কখনো ব্যথিত, উদ্বিগ্ন ও আবেগতাড়িত হবেন।

Anisur Rahman Faroque / আনিসুর রহমান ফারুক

ড. আনিসুর রহমান ফারুক, জন্ম বাংলাদেশে। পেশায় শিক্ষক। শিক্ষাজীবনে অসাধারণ সাফল্যের অধিকারী, রাষ্ট্রপতিপদকপ্রাপ্ত। তিনি বাংলাদেশে ব্যবসায় প্রশাসনে বিবিএ, এমবিএ সমাপ্ত করে জাপান সরকারের মর্যাদাপূর্ণ মনবুশো স্কলারশিপে হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে ‘উন্নয়ন অর্থনীতি’—তে এমএসসি ডিগ্রি লাভ করেন। ২০১৪ সালে নিউজিল্যান্ডের ক্যানটারবারি বিশ্ববিদ্যালয় থেকে ‘আন্তর্জাতিক উদ্যোগ ও ব্যবসায়’ বিষয়ে পিএইচডি ও ২০২১ সালে ফিনল্যান্ডের Lut University থেকে একই বিষয়ে তিনি দ্বিতীয় ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশের নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ফিনল্যান্ডের University of Vaasa—তে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। গবেষণায় সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বেশ কিছু অ্যাওয়ার্ড: European International Business Academy Best Paper Award 2017, Vaasa Conference on International Business Best Paper Award 2019। তিনি দুটি আন্তর্জাতিক জার্নালের সহযোগী সম্পাদক এবং বেশ কয়েকটি জার্নালের সম্পাদকীয় রিভিউ বোর্ডের সদস্য। আন্তর্জাতিকভাবে খ্যাতনামা জার্নালে তাঁর পঞ্চাশের অধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনীর ব্যানারে আছে তাঁর বেশ কিছু ব্যতিক্রমী বই। শিক্ষা, শিক্ষকতা ও গবেষণায় সাফল্যের পর একধরনের দায়বোধ থেকেই তাঁর ধর্ম নিয়ে গবেষণা, লেখালেখির শুরু। কোরআন নিয়ে পড়াশোনা করতে গিয়ে এতোটাই আলোড়িত হোন যে, তিনি তাঁর অনুভূতি এবং উপলব্ধির কথা বাংলাভাষাভাষি মানুষের কাছে পৌঁছানোকে নৈতিক দায়িত্ব বলে মনে করেন। একজন বিজ্ঞানমনস্ক গবেষকের চোখ ও মন দিয়ে ধর্মকে বিবেচনা করেন বলে তাঁর দৃষ্টিভঙ্গি উদার।