Image Description

আরণ্যকের তরুলতা

৳397 ৳530.00
Format Hardcover
Year 2022
Language Bangla
ISBN 9789842006517
Edition First
Pages 198

অরণ্য প্রকৃতি ও আরণ্যক জীবনের পটভূমিতে রচিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ একটি উপন্যাস আরণ্যক। ১৯২৮ সাল থেকে বেশ কিছুকাল তিনি পাথুরিয়াঘাটা এস্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ নিয়ে ইসমাইলপুর ও আজমাবাদের অরণ্যপরিবেশে অবস্থান করেন। তিনি ১৯৩৭ থেকে ১৯৩৯ সালের মধ্যে এই উপন্যাসটি রচনা করেন। পরে ১৯৩৯ সালে কাত্যায়নী বুক স্টল থেকে সেটি বই আকারে প্রকাশিত হয়। এই উপন্যাসকে বাংলা সাহিত্যের এক শ্রেষ্ঠ সম্পদ হিসেবে মনে করা হয়। এ উপন্যাসে রয়েছে প্রকৃতি ও মানুষের সমন্বয়ে গঠিত এক মহান জগৎ যা আরণ্যকের প্রাণসত্ত্বা। সেই প্রাকৃতিক পরিবেশে যেমন রয়েছে বন্যমহিষের রক্ষাকর্তা ট্যাড়বারো দেব, বেঙ্কটেশ্বর কবি, মটুক নাথ অধ্যাপক, যুগলপ্রসাদ উদ্ভিদবিদ, দোবরু পান্না সাঁওতাল রাজ, যৌবনোচ্ছল তরুণী ভানুমতী তেমনি আছে গোলগোলি লতা, হংসলতা, উইস্টারিয়া, বনঝাউ, পিয়াল, পলাশ, ধাতুপ ফুল, কেলিকদম, ডগরোজ, চেনার, গুড়মী ফল ইত্যাদি উদ্ভিদ । বইটি পড়ার সময় এসব গাছপালা কেমন, সেগুলোও জানতে ইচ্ছে করে । অনেকটা পাঠকদের সেসব ইচ্ছেকে মাথায় রেখেই লেখক আরণ্যকের উদ্ভিদগুলো সম্পর্কে লিখেছেন, পরিচয় করিয়ে দিয়েছেন সেগুলোকে আরণ্যকের পাঠকদের সাথে। এ উপন্যাসের পটভূমিতে ৯২টি উদ্ভিদের উল্লেখ থাকলেও পটভূমি বিধৃত স্থানে প্রায় ৭০-৭৫টি উদ্ভিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অন্য নামগুলো প্রসঙ্গক্রমে এসেছে, যেমন চেনার। চেনার কাশ্মিরের গাছ- লবটুলিয়ার অরণ্যে কখনোই ছিল না। বইটি হতে পারে আরণ্যক উপন্যাসের একটি পরিপূরক গ্রন্থ ।

Mrityunjoy Roy / মৃত্যুঞ্জয় রায়

মৃত্যুঞ্জয় রায়, কৃষিবিদ। বাড়ি খুলনায়। ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে উদ্যানতত্ত্ব অর্থাৎ ফুল-ফল-সবজি বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। পরে ১৯৮৯ সালে বিসিএস (কৃষি) ক্যাডার সার্ভিসে যোগদান করেন। বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন পদস্থ কর্মকর্তা। পাশাপাশি লেখালেখিও করছেন। প্রথম আলো, নয়া দিগন্ত, সকালের খবর, সমকাল, সাপ্তাহিক ২০০০ সহ বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে নিয়মিত লিখছেন। প্রকাশিত রচনার সংখ্যা দুই হাজারের ওপর। প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০। কৃষি ও চাষাবাদ বিষয়ক উল্লেখযোগ্য বই : বাংলার বিচিত্র ফল (দিব্য প্রকাশ), দেশের মাটিতে বিদেশী ফল (কৃষি কাগজ), প্রাকৃতিক উপায়ে উদ্ভিদ ও ফসলের বালাই দমন (অনিন্দ্য), ফলবাগানের পোকামাকড় (কৃষি কাগজ), বারো মাস সবজি চাষ (কৃষি কাগজ), ফসলের পুষ্টি সমস্যা ও প্রতিকার (কৃষি কাগজ), বিজ্ঞানভিত্তিক ধান চাষ (কৃষি কাগজ) ইত্যাদি। ভ্রমণ বিষয়ক উল্লেখযোগ্য বই : তুষারতীর্থ (অ্যাডর্ন), ডেনমার্কের দিনরাত্রি (উৎস), দেশ পেরিয়ে অন্য দেশ (অনিন্দ্য), অন্য সুন্দরবন (বাংলা প্রকাশ), দেখি বাংলার মুখ (প্রথমা)।