Image Description

আমার ছেলেবেলা

৳210 ৳280.00
Format Hardcover
Year 2022
Language Bangla
ISBN 978-984-20-0652-4
Edition First
Pages 88

শাহানা মাহবুব জন্মেছে টাঙ্গাইল শহর থেকে অল্প দূরে করটিয়ার কাছাকাছি ক্ষুদিরামপুরে তাঁর নানাবাড়িতে। তাঁর শৈশব কেটেছে সেখানেই প্রকৃতির নিবিড় পরিচর্যায়। শৈশবেই মা বাবার সঙ্গে তিনি চলে আসেন টাঙ্গাইল শহরে। তাঁর শৈশব এবং কৈশোরের বর্ণাঢ্য জীবনে এবং পুরোনোদিনের টাঙ্গাইল শহরের নিবিড় চিত্র রচিত হয়েছে "আমার ছেলেবেলা" গ্রন্থে। শাহানা মাহবুবের অসাধারণ হৃদয়গ্রাহী বর্ণনায় এবং তাঁর অবলোকনের ঐশ্বর্যে পুরোনো দিনের টাঙ্গাইল যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে এখানে।

Shahna Mahboob / শাহানা মাহবুব

শাহানা মাহবুব-এর জন্ম টাঙ্গাইলে ২৪শে আগস্ট ১৯৫৪ (৯ই ভাদ্র ১৩৬১) সালে। তাঁর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা টাঙ্গাইলের বিন্দুবাসিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে এবং উচ্চ মাধ্যমিক সাদত কলেজে। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ছেলেবেলা থেকেই প্রকৃতির নিবিড় পরিচর্যায় বেড়ে উঠেছেন শাহানা মাহবুব। জন্মেছিলেন বহুমাত্রিক প্রতিভা নিয়ে। ছিলো অসাধারণ আঁকার হাত, ভালো গান গাইতেন এবং লিখতেন ছড়া ও কিশোর কবিতা। গান গাওয়া ও ছবি আঁকায় একসময় ছেদ পড়লেও চালিয়ে যান লেখালেখি। গত শতকের সাতের দশক থেকেই নিয়মিত কবিতা লেখা শুরু করেন। একসময় জাতীয় পত্রিকায় তাঁর লেখা কবিতা প্রায় নিয়মিতই প্রকাশিত হতো- ধীরে ধীরে কবি হিসেবে খ্যাতিও অর্জন করেন। কিন্তু কোনো এক নিভৃত কারণে এই তরুণ কবিপ্রতিভা লেখার জগত থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নেন। তবে অন্যদের অজ্ঞাতে, খুব নিয়মিত না-হলেও, লিখেছেন তিনি জীবনব্যাপীই। কিন্তু প্রকাশ করেননি। তাঁর সেইসব রচনা থেকেই বর্তমান গ্রন্থে সংকলিত হলো কিছু কবিতা। গত শতকের লেখায় উল্লেখ করা হয়েছে রচনাকাল। তবে তাঁর প্রায় সব রচনাই কালের স্পর্শ অতিক্রম করে সাহিত্যের শাশ্বত মূল্য অর্জন করেছে।