Image Description

রবীন্দ্রনাথ মুসলমানচিন্তা

550.00
($15.00, £10.00)
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0334-9
Edition 1st
Pages 256

রবীন্দ্রনাথ বিশ্বকবি। তিনি বাঙালি জাতি ও বাঙালি সংস্কৃতির স্রষ্টা। তাঁর সমসাময়িককালে বাঙালি হিন্দু-মুসলমান সম্রদায় ধর্মীয় ও রাষ্ট্রীয় সমস্যায় জর্জরিত ছিল। তিনি উভয় সম্প্রদায়কে নিয়ে একটা জাতি সৃষ্টি করতে চেয়েছিলেন, তাই ‘নেশন’-এর স্বপ্নও দেখেছিলেন। শেষ পর্যন্ত বাঙালি একটি খণ্ডিত ভূখণ্ড পেয়ে একটি রাষ্ট্র ও জাতিসত্তা পেয়েছে। রবীন্দ্রনাথ সর্ম্পকে মুসলমান বাঙালিরা প্রায় একশত বছর যাবত ক্ষোভ প্রকাশ করছে। উত্থাপিত হয়ে আসছে এমন একপেশে কথা- যেমন রবীন্দ্রনাথ বিশ্বকবি বটে তবে তিনি মুসলমানদের জন্যকী করেছেন? আবার একশ্রেণির উগ্র মুসলমানদের অভিযোগ-তিনি হিন্দু কবি, তিনি মুসলমানদের নিয়ে কিছু লিখেন নি, বরং মুসলমানদের প্রতি তিনি বিদ্বেষ পোষণ করতেন। মুসলমানদের ধর্মগ্রন্থ ‘কোরান’ উল্টিয়ে দেখেন নি। একশ্রেণির রবীন্দ্র-বিরোধীর এ ধরনের ক্ষোভ অভিযোগের সারসত্তা কিছু নেই; রবীন্দ্রনাথ প্রতিবেশী মুসলমানদের নিয়ে চিরজীবন ভাবিত ছিলেন। তাঁর জমিদারির কর্মক্ষেত্র ছিল মূলত মুসলিম প্রধান পূর্ববঙ্গ। পশ্চাৎপদ মুসলমান ক্রমশ শিক্ষিত ও সচেতন হয়ে জানতে পারছে রবীন্দ্রনাথ মুসলমানদের নিয়ে সত্যি কী ভেবেছেন আর কতটুকুই-বা ভেবেছিলেন। পাকিস্তান আমলে রবীন্দ্রনাথ অনাদরে থাকলেও বর্তমান বাংলাদেশে রবীন্দ্রনাথ কি উপযুক্ত সমাদর পাচ্ছেন?-এ বিশ্লেষণ এ গ্রন্থে বিশেষভাবে উঠে এসেছে। ব্যাখ্যা-বিশ্লেষণে জানার চেষ্টা হয়েছে, রবীন্দ্রনাথ মুসলমানদের নিয়ে কী চিন্তা করেছেন। আশা করি, বর্তমান গ্রন্থটির প্রয়োজনীয় তথ্য ও বিশ্লেষণ রবীন্দ্রনুরাগীসহ পাঠকসাধণের মনে এ বিষয়ে আগ্রহ সৃষ্টি করে রবীন্দ্রচিন্তায় সঠিক দিক-নির্দেশনা দিবে।

Shamsul Alam Sayed / ড. শামসুল আলম সাঈদ

ড. শামসুল আলম সাঈদ (জন্ম ১৯৪০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. এবং বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে পিএইচডি করেন। দীর্ঘদিন অধ্যাপনা শেষে এখন অবসর এবং লেখালেখিতে; তবে শয্যাগ্রস্ত হয়ে স্থবির হয়েছেন। এ যাবৎ প্রকাশিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ : চর্যাপদ : তাত্ত্বিক সমীক্ষা, উপন্যাসে জীবনবোধ ও মূল্যবোধ, হাফিজ ও বিস্ময়কর দিওয়ান, ওমর খৈয়াম, রবীন্দ্রনাথের মুসলমান চিন্তা ইত্যাদি।