Image Description

উপমহাদেশের আইন ও শাসনের ইতিহাস (প্রথম খণ্ড)

৳800
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0352-3
Edition 2nd
Pages 384

আইনকে বলা হয় সমাজের দর্পণ। শাসন ঋতু পরিবর্তনের মতোই অপসৃয়মাণ। আইনের দর্পণে কাল এবং সমাজকে দেখা যায়। খ্যাতি-অখ্যাতির গৌরচন্দ্রিকায় শাসন হরফ হয়েই থাকে। কাল ও ঘটনাবলী ইতিহাসের নিয়ামক হলেও লেখকের দৃষ্টিভঙ্গি রচনারীতিকে প্রভাবিত করে থাকে। বলতেই হবে, ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ ঐতিহাসিকদের সুদৃষ্টি লাভে খুব কমই সক্ষম হয়েছে। ‘উন্নত সমাজ কর্তৃক অনুন্নত সমাজকে পদানত করার’-একটি তত্ত্ব উপমহাদেশে ততদিন চালু ছিল, যতদিন পর্যন্ত সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়নি। সত্যি বলতে কি, আবিষ্কৃত সিন্ধু সভ্যতা নির্দেশ করে শিলার মতোই প্রাচীন বাংলাদেশের আইন আর শাসনের ইতিহাস। উপমহাদেশের আইন ও শাসনের ইতিহাস গ্রন্থটি প্রাচীনকাল থেকে সুলতানী আমল আইনের বিবর্তনের প্রধান প্রধান দিকের প্রতি আলোকপাতের প্রয়াস মাত্র। এই প্রয়াসের অভীষ্ট ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশের আইন ও শাসনের মূল্যায়ন। বর্তমান সংস্করণ আরও সমৃদ্ধ হওয়াতে পাঠকের কাছে পূর্বের চেয়ে বেশি মনোযোগ দাবি করে।

Abdus Salam Mamun / আবদুস সালাম মামুন

বিচারপতি আবদুস সালাম মামুন, জন্ম ১৯৫৭ সনের ২৫ শে জুন, চট্টগ্রামের চন্দনাইশ থানার বুলারতালুক গ্রামে, সৈয়দ বুলার পরিবারে। কৃতিত্বের সাথে এস. এস. সি ও এইচ, এস. সি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল. এল. বি (অনার্স) ও এল. এল. এম সম্পন্ন করেন। স্কুল ও কলেজ জীবনে তিনি গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারী কলেজের ছাত্র ছিলেন। ১৯৮২ সালে আইন পেশায় যোগ দিয়ে তিনি পর্যায়ক্রমে ডিফেন্স ও প্রসিকিউশনে সুনামের সাথে আইন পেশা পরিচালনা করেন। চট্টগ্রামের স্পেশাল পিপি, সুপ্রীম কোর্টের সহকারী এটর্নী জেনারেল ও পরবর্তীতে সুপ্রীম কোর্টের বিচারপতি হিসাবে যশ ও খ্যাতির সাথে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামে তিনি চট্টগ্রাম আইন কলেজ অধ্যাপনা করেছেন। ব্যক্তি জীবনে বিচারপতি আবদুস সালাম মামুন এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক। হাজার বছরের বাংলা, বাহাদুর শাহ জাফরের শেষ দিনগুলি তাঁর প্রকাশিত গ্রন্থ। ইতিহাস তাঁর সখ ও আনন্দের বিষয়। তিনি গবেষনা কর্মে নিয়োজিত আছেন। পাশাপাশি সুপ্রীম কোর্টে আইন পেশাও পরিচালনা করেন।