ধীরাজ ভট্টাচার্য ও তাঁর প্রেম-উপাখ্যান মাথিনের কূপ
৳250
মাথিনের কূপ এক ঐতিহাসিক ও আকর্ষণীয় পর্যটন স্পট। এক অমর প্রেমের স্মারক। প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ছাড়াও টেকনাফের এই পর্যটন স্পটটি আজও মানুষের মন না কেড়ে পারে না। একে ঘিরে দেশ-বিদেশের যে কোনো ভ্রমণার্থীর কৌতূহল ও আগ্রহ অশেষ। কূপটি ঘিরে আছে রাখাইন সম্প্রদায়ের মগ কন্যা মাথিন আর পুলিশ অফিসার ধীরাজ ভট্টাচার্যের বিংশ শতাব্দীর ত্রিশের দশকের আলোচিত এক অদ্ভুত ও করুণ প্রেমকাহিনী। এ সম্পর্কে জানার আগ্রহ ব্যাপক থাকলেও পর্যাপ্ত তথ্যের অভাবে অতৃপ্ত থাকছেন আগ্রহীরা। তথ্যবহুল গ্রন্থটি সেই প্রেম ও মাথিনের হৃদয়বিদারক কাহিনী সম্পর্কে জানার তৃষ্ণা সামান্য হলেও মিটাবে। ভিন্ন সম্প্রদায় ভিন্ন পরিবেশ তবুও প্রেম মানুষের জীবনের পরস্পরের চিরন্তন আকাক্সক্ষা। মাথিনের কূপ নিয়ে প্রেমকাহিনী এখনও জীবন্ত।