Image Description

ইংরেজ আমলে বাংলার প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস : ১৭৬৫-১৯৪৭

৳550
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0151-2
Edition 1st
Pages 340

ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ ঈস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও ওড়িশার ‘দিওয়ানি’ লাভ করে। যদিও সাধারণ প্রশাসন পরিচালনার ভার তখনও ছিল নবাবেরই হাতে। কিন্তু নেপথ্যে থেকে ‘পলাশির যুদ্ধের ইংরেজ কুশীলবেরাই সব কিছু নিয়ন্ত্রণ করছিল। ইংরেজরা পরীক্ষামূলকভাবে ১৭৬৯ খ্রিস্টাব্দে প্রথম জেলাগুলোর দয়িত্বে নিজেদের লোক নিযুক্ত করে, এদের পদবি ছিল ‘সুপ্রাভাইজর’/‘সুপারভাইজর’। ১৭৭২ খ্রিস্টাব্দে এটাকে পাল্টে করে ‘কালেক্টর’। পরবর্তীকালে ‘কালেক্টর’দেরকে প্রত্যাহার করে সে পদে দেশি ‘আমিল’দের বসিয়েছিল। কিন্তু নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে ইংরেজ কালেক্টরদেরকেই ফিরিয়ে আনে। মোটামুটি ১৭৮৬ খ্রিস্টাব্দ নাগাদ বর্তমান জেলা প্রশাসন তার পূর্ণাঙ্গ রূপ ও চরিত্র পেয়েছিল। ওয়ারেন হেস্টিংস, মার্কুইস, কর্নওয়ালিস এবং অন্যরা বিদ্যমান জেলাগুলোকে বিন্যাস-পুনর্বিন্যাসের মধ্য দিয়ে বৃহত্তর বাংলার জেলা প্রশাসনের যে মজবুত অবকাঠামো দাঁড় করিয়েছিলেন, বস্তুত তারাই ধারাবাহিক ইতিহাস বা ক্রমবিকাশের চিত্র উঠে এসেছে বর্তমান গ্রন্থে। সেই সঙ্গে রয়েছে ‘ফোর্ট ইউলিয়াম’কেন্দ্রিক ‘কলকাতা কাউন্সিল’ ও ‘সিলেক্ট কমিটি’ তথা মূল ক্ষমতা বলয় ও এর অন্তরবর্তী প্রশাসনিক দপ্তর/সংস্থাগুলোর বিবর্তনের কাহিন।

Kabedul Islam / কাবেদুল ইসলাম

কাবেদুল ইসলাম। জন্ম ১লা জানুয়ারি ১৯৬৪, খুলনায়। বাংলা ভাষা ও সাহিত্যে আশির দশকের গোড়ায় কয়েকটি বিশিষ্ট জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কবিতা ও ছোটগল্প লেখালেখির মধ্য দিয়ে সাহিত্য জগতে আবির্ভূত হন। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩৫। এর মধ্যে কবিতা ১২, গবেষণা ১২, ছোটগল্প ৫, প্রবন্ধ ৪, ছড়া ১ ও ভূমিবিষয়ক শব্দকোষ ১। তাঁর কিছু উল্লেখযোগ্য গবেষণাকর্মও বর্তমান। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা; বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্মসচিব। সেইসূত্রে সপরিবারে ঢাকায় বসবাস; না হলে, ঢাকায় বসবাসে একেবারেই আগ্রহী নন। চাকরিসূত্রে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারত ভ্রমণ করেছেন। বিবাহিত; স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানকে নিয়ে স্বল্পবিত্তের সুখী জীবনযাপন। প্রিয় ও একমাত্র শখ ও নেশা বইপড়া, বইকেনা ও বইসংগ্রহ। সুলভ-দু®প্রাপ্য মিলিয়ে তার ব্যক্তিগত গ্রন্থাগারে এ পর্যন্ত ৮ হাজারের বেশি বই সংগৃহীত হয়েছে। এর মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য এবং উপমহাদেশীয় ইতিহাসের বইই সর্বাধিক। বেশ কিছু আকরগ্রন্থ রয়েছে তার সংগ্রহে। প্রিয় স্থান নিজ বাসগৃহ। ঘোরাঘুরি পছন্দ করেন একমাত্র বইপাড়ায় ও বইয়ের দোকানগুলোতে।