Image Description

হাফিজ ও বিস্ময়কর দিওয়ান

৳320
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0226-7
Edition 1st
Pages 192

পারস্যের ফলবাগিচার বুলবুল হাফিজ। এ মহান কবি পারস্যের মুসলিম রেনেসাঁর সময় সমুদ্র উত্থিত এক অমূল্য রত্ন। ব্রাউনের মতে, হোমার কালিদাস শেক্সপিয়ার গ্যেটের পরেই তাঁর স্থান। গ্যেটে পর্যন্ত ছিলেন তাঁর সৃষ্টিতে মুগ্ধ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তাঁর ভক্ত। কিন্তু হাফিজ যে প্রবল প্রতিবন্ধকতা উতরে সুকৃতি অর্জন করে অসাধারণ জনপ্রিয়তা ও অসামান্য প্রতিভার দ্যুতিতে আরবসহ তামাম জগৎ আলোকিত করেছিলেন তা আজও বিস্ময়ের উদ্রেক না করে পারে না। এ এক বিস্ময়কর প্রতিভা যাঁর কবিতার স্পর্শে বিশ্বত্রাস তৈমুর লঙ্গ পর্যন্ত তাঁর নিধনযজ্ঞ থেকে নিবৃত্ত হয়েছিলেন। গ্রন্থ-লেখকের মতে রোমান্টিসিজমের জন্ম নাকি পাশ্চাত্য নয় বরং পারস্যে এবং তা হাফিজের হাতে। এ কবিতা-গোলাপ শিল্পের স্রষ্টা হাফিজ এবং দিওয়ানের ছত্রে ছত্রে তা ঠাসা, যাতে দুনিয়ার তাবৎ প্রেমিকচিত্ত বরাবর ঝলসে যায়। তাঁর মিস্টিক ভাবানুভূতির গমকে আজও দেশ-বিদেশে মানুষ মোহিত। বাংলাদেশের হাফিজের কবিতা ত্রয়োদশ শতক থেকে সমাদৃত। স্বয়ং চৈতন্যদেব কিংবা চণ্ডীদাস হাফিজের কবিতা আস্বাদনস করতেন এমন দুর্লভ তথ্য পর্যন্ত মেলে। যতদূর সম্ভব জানা যায় এ যাবৎ হাফিজের কবিতা বাংলায় অনুবাদ হলেও ব্যক্তি-হাফিজ সম্পর্কে তেমন কিছু গ্রন্থবদ্ধ হয়নি। দীর্ঘ দশ বছর পরিশ্রম করে শামসুর আলম সাঈদ হাফিজের দিওয়ান অনুবাদসহ এ গ্রন্থটি রচনা করেছেন। হাফিজ-জীবনীভিত্তিক এ গ্রন্থটি সমাদৃত হলে লেখকের প্রচেষ্টা সফল হবে বলে আমাদের বিশ্বাস।

Shamsul Alam Sayed / ড. শামসুল আলম সাঈদ

ড. শামসুল আলম সাঈদ (জন্ম ১৯৪০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. এবং বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে পিএইচডি করেন। দীর্ঘদিন অধ্যাপনা শেষে এখন অবসর এবং লেখালেখিতে; তবে শয্যাগ্রস্ত হয়ে স্থবির হয়েছেন। এ যাবৎ প্রকাশিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ : চর্যাপদ : তাত্ত্বিক সমীক্ষা, উপন্যাসে জীবনবোধ ও মূল্যবোধ, হাফিজ ও বিস্ময়কর দিওয়ান, ওমর খৈয়াম, রবীন্দ্রনাথের মুসলমান চিন্তা ইত্যাদি।