Image Description

নজরুল সংগীতে নান্দনিকতা

৳410
Format Hardcover
Language Bangla
ISBN 978 984 20 0345-5
Edition 1st
Pages 208

ধ্রুপদী ও আধুনিক বাংলাগানের বিস্তৃত েএবং বনেদী ভুবনে নজরুল সংগীত একটি অপরিহার্য নাম। বাংলাগানের ভুবনে নজরুল সংগীত বিশিষ্ট স্থান অধিকার করে আছে নিজস্ব স্বাতন্ত্র্য ও উৎকর্ষ-ঐশ্বর্য নিয়েই। নজরুল সংগীতের ভুবন অনেক বিশাল ও দীপ্তিমান। নজরুল গানের সুবিস্তৃত আঙিনায় পদচারণ করে সৃষ্টি করেছেন আধুনিক গান, গজল, ধর্মীয় গান, লোক অঙ্গের গানসহ নানা বৈচিত্রের গান। তাঁর এইসব গানের রয়েছে যেমন বৈচিত্র্য তেমনি রস আর মাদকতা। আর তা হয়েছে নজরুলের বাণী আর সুরের অনুপম সমন্বয় সাধনের ফলেই। নজরুল ইসলাম তাঁর অজস্র বৈচিত্র্যপূর্ণ গানে শিল্পশৈলীর যে পরিমিতিবোধ ও সংযমের পরিচয় দিয়েছেন তা সত্যি বিস্ময় করে সংগীতজ্ঞ ও সংগীত গবেষককে। সংগীতজ্ঞ ও সংগীতানুরাগী মোহাম্মদ আবুল খায়েরের হাতে সেই দিকটিই ফুটে উঠেছে নব কলেবরে। তিনি নজরুল সংগীতের বিস্তৃত ভুবনের অন্দরমহলে প্রবেশ করে এর প্রকৃতি ব্যাখ্যা-বিশ্লেষণে প্রয়াস পেয়েছেন। যত্ন, আন্তরিকতা ও প্রজ্ঞা দিয়ে এই সংগীতের সৌন্দর্য, রস, অভিজাত্য, চিরায়ত রূপটি উন্মোচন করেছেন। তাই নজরুল সংগীতানুরাগীসহ যেকোনো সংগীতপ্রমিীর কাছে এই গ্রন্থটির আবেদন আশা করাটাই কাম্য। এটি একটি অবশ্য-পাঠ্য এবং সংগ্রহে রাখঅর মতোই গ্রন্থ।

Md. Abul Khair / ???????? ???? ?????

None