কবিতায় মিথ এবং অন্যান্য প্রসঙ্গ
সাহিত্য-সমালোচক হিসেবে বাংলাদেশে স্বাতন্ত্র্যমণ্ডিত মাহবুব সাদিক। তিনি সৃষ্টিশীল কবি বলেই অন্য কবির চেতনালোক ও শিল্পরূপ তাঁর মনন-চেতনায় সহজেই প্রমূর্ত হয়ে ওঠে। তাঁর পরিকল্পনাপ্রতিভার তীক্ষè আলো যে কোনো কবির গভীর ইন্দ্রিয়-সংবেদনা, চেতনা ও আবেগের বিমূর্ত প্রদেশ আলোকিত করে তোলে। একই সঙ্গে তিনি মেধা-মননের সহযোগ-সমন্বয়ে কবিতার বিশ্লেষণকে নান্দনিকরূপে উপস্থাপন করেন। একালের মানুষ শুধু সমকালীন জীবন অভিজ্ঞান বহন করে নাÑস্মৃতিসত্তায় বহন করে মানব সভ্যতার ইতিহাস-অভিজ্ঞান। মিথ তার সেই অভিজ্ঞানের অংশ। এ জন্যেই আধুনিক সাহিত্যে মিথ ব্যবহার ক্রমেই বাড়ছে। মধুসূদন থেকে শুরু করে রবীন্দ্রনাথের কবিতায় পাশ্চাত্য ও ভারতীয় পুরাণ নানামাত্রায় ব্যবহৃত হয়েছে। ত্রিশোত্তর কবিতায় মিথ প্রয়োগ হয়েছে আরো নিপুন পারদর্শিতায়। মিথ এখানে কখনো রূপক বা প্রতিরূপক আকারে, কখনো-বা গূঢ় প্রতীকরূপে ব্যবহৃত হয়েছে কবিতায়। বর্তমান গ্রন্থে মাহবুব সাদিক ত্রিশোত্তর আধুনিক কবিতায় ব্যবহৃত মিথের নান্দনিক বিশ্লেষণ করেছেন। ত্রিশের কবিদের পুরাণ-অভিজ্ঞান ও শিল্পবোধ কবিতায় যে রহস্যমধুর আলো জ্বেলেছে মাহবুব সাদিক সমালোচকরূপে নির্মাণ করেছেন তারই এক মননশীল রূপরেখা।