
বর্ণে বর্ণে খেলা বর্ণে বর্ণে ভালোবাসা | রং করি বর্ণ শিখি
৳220
আনন্দে আনন্দে পাঠ ও আনন্দে আনন্দে আঁকা এ সিরিজের কোনো বই পাঠ্যপুস্তক নয়। শিশুদের জন্য পাঠ্যপুস্তক পূর্ববর্তী এ বইগুলো শব্দ ও ছবি দিয়ে সাজানো। শিশুরা এসব দেখবে, পড়বে ও রঙ করবে। আনন্দের সাথে, খুশি মনে। আমরা মনে করি এতে শিশুদের চিন্তা ও কল্পনার দিগন্ত বিস্তৃত হবে। একজন সচেতন অভিভাবক তাঁর বাচ্চাদের বুদ্ধিবৃত্তিক এ অভিযাত্রার কান্ডারী হতে পারেন। এ বইয়ের লেখক জোহরা বেগম শিশুদের এ আনন্দ অভিযাত্রার সচেতন সাথী।