
পেশায় উত্তরণে ব্যবস্থাপনা দক্ষতা
পেশার উত্তরণে দক্ষ ব্যবস্থাপনা কিভাবে একজন পেশাজীবীকে ক্রমশ নেতৃত্ব ও সাফল্যের স্বর্ণশিখরে নিয়ে যায় এ বই তারই সাবলীল বিবরণী ও দিকনির্দেশনা। একজন উচ্চপদস্থ ব্যবস্থাপকের প্রায় অর্ধশতকের অভিজ্ঞতার আলোকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের উপায় ও কৌশলের গল্প এটি। বইটি পেশাদারিত্বের গুরুত্ব, কর্মে দক্ষতা অর্জন, পেশায় নিজস্ব ভাবমূর্তি গড়ে তোলা, সাফল্য অর্জন, ক্যারিয়ার প্ল্যানিং, মানবসম্পদ ব্যবস্থাপনা, কর্মমূল্যায়ন পদ্ধতি, কর্ম শৃঙ্খলা, প্রণোদনার প্রয়োজনীয়তা, ব্যবসা ব্যবস্থাপনা নেতৃত্ব, বিক্রয়, বিপণন, বিতরণ ব্যবস্থা ও কৌশল, জাতীয় সুরক্ষা নীতি, জনসংযোগ, অর্থ-ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সুরক্ষা পদ্ধতি, প্রকল্প বাস্তবায়ন, কর্মস্থলের শৃংখলা নিয়ন্ত্রণ, দূর্যোগ ব্যবস্থাপনা, নৈতিক মূল্যবোধ ও আদর্শ পেশাগত আচরণ ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক দলিল। তবে সব সাফল্য নির্ভর করছে দক্ষতা, নিষ্ঠা, ও সততার সাথে কর্ম সম্পাদনের ওপর। যাঁরা পেশার উত্তরণে ব্যবস্থাপনা-দক্ষতা অর্জন করতে আগ্রহী তাঁদের জন্য এ বই এক অব্যর্থ দিক-নির্দেশনার পাণ্ডুলিপি।