Image Description

নারী রাজনীতি ও রাষ্ট্র

৳380
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0290-8
Edition 1st
Pages 224

নারী রাজনীতি ও রাষ্ট্র বইটিকে মূলত রাজনীতি-রাষ্ট্রনীতি, নারী আন্দোলন এবং শ্রম অধিকার ও আন্দোলনÑএই তিনটি অংশে ভাগ করেছেন শিরীন আখতার। সচেতন পাঠকমাত্রই প্রবন্ধগুলোর মধ্যে একটি নিবিড় যোগসূত্র খুঁজে পাবেন। প্রতিটি লেখাই একেকটি রাষ্ট্রীয় ও সামাজিক বঞ্চনার ছবি, বঞ্চিতদের মুক্তির লক্ষ্যে এক মানবিক আহ্বান। খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার, নারীর মানবাধিকার, সাম্প্রদায়িকতার মত গুরুত্বপূর্ণ বিষয়গুলোসহ রাষ্ট্র ও রাজনীতির অনেক কথাই এতে উঠে এসেছে অবলীলায়। লেখাগুলো অবশ্যই দীর্ঘদিন ধরে বঞ্চিত মানুষের সঙ্গে একাত্ম হয়ে কাজ করার ফলে গভীর উপলব্ধি থেকে আসা। বইটির মধ্য দিয়ে শিরীন আখতারের তুলে আনা সময়কে পাঠক সহজেই পেতে পারেন। সামাজিক অগ্রসরতার প্রয়োজনেই বইটির বহুল প্রচার কাম্য।

Shirin Akhter / শিরিন আখতার

শিরিন আখতার, সংগ্রামী এক নারীমুখ। বাংলাদেশের নারী অধিকারসহ মানবাধিকারের এক নিরলসকর্মী। তিনি ঢাকা বিশ্ববিদ্যায় থেকে অনার্সসহ মাস্টার্স। স্কুলজীবনেই রাজনীতিতে হাতেখড়ি।। ছিলেন ছাত্রলীগ বদরুন্নেসা কলেজ কমিটির সভাপতি। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্বাবিদ্যালয় শামসুন্নাহার হল ছাত্রী সংসদের সমাজ সেবা সম্পাদক ছিলেন। ১৯৭৫ সালে সামরিক আদালতে দুই বছর সশ্রম কারাভোগকারী। ১৯৯০-এর গণঅভ্যুত্থানে শ্রমিক জোট, স্কপ, ঐক্যবদ্ধ নারী সমাজের কেন্দ্রীয় নেত্রী হিসেবে ভূমিকা রাখেন। দীর্ঘ ধারাবাহিক-বর্ণিল রাজনৈতিক জীবনের অধিকারী শিরীন আখতারের রযেছে ব্যাপক সাংগঠনিক দক্ষতা। জাসদ ও বাংলাদেশের ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। নারী সমঅধিকার ও মর্যাদার লক্ষ্যে ‘কর্মজীবী নারী’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। বৈশ্বিক রাজনীতি ও সমাজ-সংস্কৃতির অবিজ্ঞতার লক্ষ্যে তিনি বেইজিং-এ ৪র্থ বিশ্বা নারী সম্মেলনসহ রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আইএলও কনভেনশন (১৯৯৬, ৯৮, ২০১১) এবং রাজনৈতিক-সাংগঠনিক কাজে আমেরিকা, জার্মানি, ইল্যান্ড, কানাড, নরওয়ে প্রভৃতি দেশ ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি স্বামী মনিরুল ইসলাম (মার্শাল মনি) বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম ও মুক্তিযুদ্ধের একজন প্রথম সাারির সংগঠক। একমাত্র পুত্র অমিত মনসিজ পেশায় চিকিৎসক।